ওসমানীনগরে বাড়ির বারান্দা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ
সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন গ্রামে অজ্ঞাতনামা এক পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি এলাকায় বিস্ময় ও শোকের সৃষ্টি করেছে।
বুধবার (৭ জানুয়ারী) সকাল সাড়ে ৬টার দিকে কাশিকাপন টিলাবাড়ী হাফিজ আবদুল মাজিদের বাড়ীর পূর্বঘরের বারান্দায় লাশটি পড়ে থাকতে দেখতে পান আব্দুল মাজিদ, পরে তিনি ওসমানীনগর থানা পুলিশকে খবর দেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
উপস্থিত সময় মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। তবে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার বাসিন্দা ও মানসিক ভারসাম্যহীন (পাগল) বলে পুলিশের প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে। মৃত ব্যক্তির বয়স প্রায় ৩৮ বছর। বর্তমানে মৃতদেহ পুলিশ হেফাজতে রয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুরশেদুল আলম ভূইয়া বলেন, মৃত ব্যক্তির পরিচয় সনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এবং মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে।





