সিলেটের গোয়াইনঘাটে জব্দ ২৫ হাজার ঘনফুট বালু
গোয়াইনঘাট প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
সিলেটের অবৈধভাবে উত্তোলিত প্রায় ২৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তবে কাউকে আটক গ্রেপ্তার বা জরিমানা করা হয়নি।
এসময় জাফলং ব্রিজ ও বৈদ্যুতিক টাওয়ার এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত অন্তত ২০ থেকে ২৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
অভিযানে গোয়াইনঘাট থানাপুলিশের একটি দলও অংশগ্রহণ করে।
জানা গেছে, আইন অমান্য করে দীর্ঘদিন ধরে একটি চক্র জাফলং ব্রিজ ও চা বাগান সংলগ্ন বেদ্যুতিক টাওয়ার সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রয় করছিল।
ভবিষ্যতে এ ব্যাপারে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্কতা উচ্চারণ করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।





