বিশ্বনাথে ১০৬ বোতল বিদেশী মদসহ ব্যবসায়ী আটক
বিশ্বনাথ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ
১০৬ বোতল বিদেশী মদসহ সিলেটের বিশ্বনাথে কয়ছর আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সে পৌর শহরের গন্ধারকাপন গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তাকে নিজ বাড়ি থেকে আটক করে থানা পুলিশ।
কয়ছরকে আটককালে তার বসতঘর থেকে পুলিশের উদ্ধার করা ১০৬ বোতল বিদেশী মদের বাজার মূল্য প্রায় ২ লাখ ২৬ হাজার টাকা।
এঘটনায় বিশ্বনাথ থানার এসআই সামছুল হক সুমন বাদী হয়ে আটককৃত কয়ছর আলীকে অভিযুক্ত করে থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন। মামলা নং ৩ (তাং ৭.০১.২৬ইং)। এছাড়াও মাদক ব্যবসায়ী কয়ছর আলীর বিরুদ্ধে আরোও ৬টি মাদক মামলা রয়েছে পুলিশ সূত্রে জানা গেছে।
সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সার্বিক দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মানছুরা আক্তারের তত্ত্বাবধানে ও বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান নেতৃত্বে পরিচালিত অভিযানে থানার এসআই সামসুল হক সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্য তথ্য অনুযায়ী বিশেষ অভিযান পরিচালনা করে ১০৬ বোতল বিদেশী মদ’সহ মাদক ব্যবসায়ী কয়ছর আলীকে আটক করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, থানা পুলিশের দায়ের করা মাদক মামলায় আটককৃত কয়ছর আলীকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার (৭ জানুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক ব্যবসায়ী কয়ছর আলীকে বিদেশী ১০৬ বোতল মদসহ আটক ও পুলিশের দায়ের করা মামলা গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করার সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান।





