ভারতীয়দের পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ করল বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
দিল্লির বাংলাদেশ দূতাবাস এবং আগরতলার উপদূতাবাস থেকে পর্যটন ভিসা দেওয়া আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধু কলকাতার বাংলাদেশ উপদূতাবাস থেকে এই পরিষেবা চালু রাখা হয়েছিল। বুধবার থেকে তা-ও বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) থেকেই তা বন্ধ হয়ে গিয়েছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে এ খবর পাওয়া যায়। আগামী দুই মাস ভারতীয় পর্যটকদের জন্য বাংলাদেশের ভিসা পাওয়ার কোনো সম্ভাবনা নেই।
দিল্লির বাংলাদেশ দূতাবাস এবং আগরতলার উপদূতাবাস থেকে পর্যটক ভিসা দেওয়া আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধু কলকাতার বাংলাদেশ উপদূতাবাস থেকে এই পরিষেবা চালু রাখা হয়েছিল। বুধবার থেকে তা-ও বন্ধ করে দেওয়া হয়। ফলে ভারতের কোথাও আর বাংলাদেশে যাওয়ার পর্যটক ভিসা আপাতত পাওয়া যাবে না।
মূলত নিরাপত্তা সংক্রান্ত কারণেই ঢাকা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে।
সূত্র : আনন্দবাজার ডট কম





