সিলেটে বিজিবির অভিযান : ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৭ ও ৮ জানুয়ারি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, শ্রীপুর, কালাসাদেক ও পান্থুমাই বিওপি এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
অভিযানকালে ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে সানগ্লাস, কমলা, মহিষ, গরু, শাড়ি, জিরা, চিনি, চকলেট, শীতবস্ত্র, কসমেটিকস সামগ্রী, চা-পাতা ও মদ। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় লেডিস সোয়েটার, টি-শার্ট, রসুন ও শিং মাছও আটক করা হয়।
চোরাচালানি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং অবৈধভাবে পাথর পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৭ লাখ ৮ হাজার ৭০০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)–এর অধিনায়ক বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে চালানো হচ্ছে। আটক করা চোরাচালানি মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




