জৈন্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
জৈন্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ই জানুয়ারি) বেলা ১১ ঘটিকায় জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: আজিজুল হক খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ পলি রানী দেব।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এন ইসলাম মোহাম্মদ ফারুখ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওলিউর রহমান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস, সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল সহ বিভিন্ন স্কুল হতে আগত শিক্ষক শিক্ষিকা ও ইভেন্টে অংশ নেয়া শিক্ষার্থীরা।
উল্লেখ্য সারা দেশের ন্যায় মাধ্যমিক স্কুল, কলেজ,কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সহপাঠ্যক্রমিক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক,শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও অন্যান্য শ্রেষ্ঠ অর্জন জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের মধ্য দিয়ে নির্বাচন করা হবে। সেক্ষেত্রে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা জেলা পর্যায়ে, জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা অঞ্চল পর্যায়ে সবশেষে জাতীয় পর্যায়ে অংশগ্রহন করবেন।





