পাঠদানের অনুমোদন পেল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলকে সরকারি পাঠদানের অনুমোদন সনদ প্রদান করা হয়েছে।বুধবার (৭ জানুয়ারি) দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিদ্যালয়টি নিবন্ধন বিধিমালা অনুযায়ী পাঠদান পরিচালনার অনুমোদন দেওয়া হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, চিঠির অনুলিপি প্রেরণ করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসক, প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের বিভাগীয় উপ-পরিচালক এবং শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হক বলেন, “বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালার আওতায় পাঠদানের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস চিঠির মাধ্যমে বিষয়টি অবগত করেছে। আনুষ্ঠানিক পাঠদান স্বীকৃতির মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে”
প্রসঙ্গত, ২০১৭ সালে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলটি উপজেলার অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক সমাপনী পরীক্ষা, সরকারি-বেসরকারি বিভিন্ন বৃত্তি পরীক্ষায় জিপিএ-ফাইভ অর্জনসহ শতভাগ পাশের রেকর্ড তৈরি করেছে।




