২২ জানুয়ারি সিলেট আসছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আনুষ্ঠিক নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির এই প্রচারণার সূচনা হবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নগরী সিলেট থেকে। এ উপলক্ষে আগামী ২২ জানুয়ারি সিলেট সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্র জানায়, ২১ জানুয়ারি নির্বাচনী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পরদিন সিলেট থেকেই বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান। তিনি সড়কপথে সিলেটে আসবেন।
সফরের দিন সকালে সিলেটে পৌঁছে তারেক রহমান হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)–এর মাজার জিয়ারত করবেন। পরে সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে বিএনপির আয়োজনে এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
এই জনসভাকে ঘিরে সিলেট বিভাগজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। জেলা ও মহানগর বিএনপি ইতোমধ্যে জনসভা সফল করতে প্রস্তুতি শুরু করেছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “তারেক রহমানের সিলেট সফর ও জনসভা সফল করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। আলিয়া মাদরাসা মাঠের জনসভাকে স্মরণকালের বৃহত্তম জনসভায় রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে।”
বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, সিলেট সফর শেষে একই দিন সড়কপথে ঢাকায় ফেরার পথে হবিগঞ্জেও একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। তিনি বলেন, “সিলেট ও হবিগঞ্জ—দুই জায়গাতেই জনসভাকে ঘিরে তৃণমূল পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।”
দলীয় নেতাকর্মীদের মতে, সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরুর সিদ্ধান্তটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এটি আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির অবস্থান, বার্তা ও কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে।





