গোয়াইনঘাট আরিফুল হক চৌধুরীর গণসংযোগ ও দোয়া মাহফিল
গোয়াইনঘাট প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
সিলেট ৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন,আপনারা আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। আমি নির্বাচিত হলে আগামী এক বছরের মধ্যে সিলেট ৪ আসনের অবস্থার পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ। তিনি আক্ষেপের সুরে বলেন,গোয়াইনঘাট জৈন্তাপুর কোম্পানীগঞ্জ প্রাকৃতিক ও খনিজ সম্পদের লীলাভূমি হলেও এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান ও ভাগ্যের পরিবর্তন হয়নি। দুঃখ করে বলেন,বিগত ১৭ বছরে যদি ১৭ টি রাস্তার টেকসই উন্নয়ন হত তাহলে কথা ছিল না। আরিফুল হক চৌধুরী বলেন সিলেট-৪ আসনের মানুষের সমস্যা,রাস্তাঘাটের সমস্যা ও শিক্ষার উন্নয়নে আমাকে অবহিত করা লাগবে না, আমি অবহিত হয়ে গেছি। আপনারা শুধু ধানের শীষে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ করে দিবেন। বৃহস্পতিবার ৮ জানুয়ারি দিনব্যাপী নন্দিরগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আরিফুল হক চৌধুরী আরো বলেন,বিগত ১৭ বছর আওয়ামী লীগ আমাদের নেতাকর্মিদের উপর নির্যাতন-নিপীড়ন করেছে। আমরা তাদের মত হব না,তবে যারা অতি উৎসাহী হয়ে আমাদের নিরীহ নেতা কর্মীকে হয়রানি করেছে জেল খাটিয়েছে, দেশের প্রচলিত আইনে তাদের বিচার দাবি করি। আমরা আইন হাতে তুলে নেব না। আমাদের মধ্যে যারা অতি উৎসাহী হয়ে নিরীহ মানুষকে হয়রানি করবে,তার খেসারত তাকে দিতে হবে।কেউ আওয়ামী লীগ বা যেকোনো দল করলে এটা দোষের না, তার গণতান্ত্রিক অধিকার।কোনভাবেই যেন নিরীহ মানুষ হয়রানির শিকার না হয় তার জন্য তিনি কঠোর হুঁশিয়ারি প্রদান করেন। আজ সকালে সালুটিকর বাজার থেকে শুরু করে সারাদিন তিনি নন্দিরগাঁও ইউনিয়নের বহর, মিত্রিমহল, আঙ্গারজুর,লামাপাড়া, কচুয়ারপার ও মানাউরা গ্রামে গণসংযোগ ও সমাবেশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি’র উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী,উপদেষ্টা আলহাজ্ব ওসমান গনি,উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ,উপজেলা বিএনপি’র সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,উপজেলা যুবদলের আহবায়ক শাহজান সিদ্দিকী, ইউনিয়ন বিএনপি’র সভাপতি এম এ মতিন,সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী সহ ইউনিয়ন,ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ এবং উপজেলা ও ইউনিয়ন জমিয়তের নেতৃবৃন্দ। প্রতিটি সমাবেশে সদ্যপ্রায়ত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।





