জৈন্তাপুরে ফসলি জমির মাটি কাটায় ৭০ হাজার টাকা জরিমানা
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুরে ফসলি জমির মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ই জানুয়ারি) দুপুর ২:৩০ মিনিটে উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত বাগেরখাল গ্রামে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব।
এ সময় ওই স্পটে ফসলী জমি থেকে মাটি কাটার প্রমান পাওয়ায় উক্ত কাজে জড়িতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী দুইটি মামলায় মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় অভিযানে উপজেলা ভুমি অফিসের কর্মকর্তাদের পাশাপাশি জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম অংশ নেয়।
এ বিষয়ে মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদানকারী সহকারী কমিশনার (ভুমি) বলেন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নির্দেশ মোতাবেক এই অভিযান পরিচালিত হয়েছে। তিনি আরো বলেন, পরিবেশ ও কৃষি ফসলী জমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।





