জকিগঞ্জে সোনাপুর আলিম মাদ্রাসার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সাংবাদিক সম্মেলন
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
সিলেটের জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সোনাপুর মাজহারুল উলূম আলিম মাদ্রাসার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ১৯৫১ সালে বরণ্য ওলিয়ে কামিল হযরত আল্লামা মো. আব্দুল মান্নান চৌধুরী শিঙ্গাইরকুড়ী (রহ.) মাদ্রাসাটির ভিত্তি স্থাপন করেন। দীর্ঘ সাত দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থী গড়ে তুলছে।
আয়োজকেরা জানান, আগামী ১০ জানুয়ারি ২০২৬ (শনিবার) দিবা-রাত্রি সোনাপুর মাজহারুল উলূম আলিম মাদ্রাসা মাঠে ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ও বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে তা’লিমী তরবিয়ত প্রদান করবেন হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. রইছ উদ্দিন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মনযুর উল হায়দার।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, শিক্ষা প্রশাসন, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আলেম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকার কথা রয়েছে।
সাংবাদিক সম্মেলনে ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটি ও প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এবং মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কুতবুল আলম বলেন, এ উপলক্ষে গত এক বছর ধরে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, গুণীজন সংবর্ধনা ও ৭৫ বছর পূর্তি স্মারক প্রকাশ।
সাংবাদিক সম্মেলনে আরও বক্তব্য দেন প্রাক্তন ছাত্র পরিষদের সিনিয়র সহসভাপতি মাওলানা মো. আব্দুল হাকীম এবং লন্ডনপ্রবাসী সমাজসেবী আবুল কালাম আজাদ। এ সময় প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





