জৈন্তাপুর–কানাইঘাটে ভারতীয় মদ, গরু ও চা–পাতা জব্দ
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে প্রায় ১২ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মদ, গরু ও চা–পাতা।
বিজিবি সূত্রে জানা যায়, ৮ জানুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কানাইঘাট উপজেলার সোনারখেওর বিওপি এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের ভেতরে সোনারখেওর এলাকায় পরিচালিত এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৩১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এসব মদের সিজারমূল্য প্রায় ৩ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া ৭ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীন সুরাইঘাট, লালাখাল, জৈন্তাপুর ও ডোনা বিওপির পৃথক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৫৫ বোতল ভারতীয় মদ, ২০০ কেজি চা–পাতা ও ৭টি গরু আটক করা হয়। এ সব পণ্যের সিজারমূল্য প্রায় ৮ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানিয়েছে, একাধিক অভিযানে আটক করা সব পণ্যের মোট সিজারমূল্য আনুমানিক ১২ লাখ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার (পিএসসি) বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান নিয়মিত চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




