শাবিপ্রবিতে আধুনিক ভাষা ইনস্টিটিউটের নবীনবরণ অনুষ্ঠিত
শাবি প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটের জানুয়ারি-জুন, ২০২৬ সেশনের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।
আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. ফয়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের জার্মান ভাষার পার্ট টাইম শিক্ষক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও পার্ট টাইম ইংরেজি শিক্ষক মোহাম্মদ রাজিক মিয়া, ফরাসি ভাষা কোর্সের শিক্ষক তানজিনা নাজনীন তানিয়া, জার্মান ভাষা কোর্সের নবীন শিক্ষার্থী নাঈম আহমদ শুভ এবং জাপানিজ ভাষা কোর্সের শিক্ষার্থী তোফায়েল আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আরবি ভাষা কোর্সের সহকারী অধ্যাপক মো. হেদায়েতুল্লাহ আল হাদী।
উল্লেখ্য, আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে চলতি সেশনে ইংরেজি, আরবি, জার্মান, ফরাসি, জাপানিজ ও চায়নিজ, কোরিয়ান ভাষার ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়েছেন।





