জৈন্তাপুরে পৃথক দুই অভিযানে ভারতীয় চোরাইপন্য সহ আটক -২
সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ
জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক দুইটি অভিযানে ভারতীয় কম্বল, কসমেটিক ও চকলেট সহ দুই জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১০ই জানুয়ারি ২০২৬ খ্রি. রাত ১২টা ২০ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক (এসআই) লিটন চন্দ্র ঘোষ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ১নং নিজপাট ইউনিয়নের মাস্তিং হাটি সাকিনস্থ সিলেট-তামাবিল মহাসড়কের উপর একটি চেকপোস্ট স্থাপন করা হয়।
এ সময় একটি পর্যটকবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৫-৭৩৭০) তল্লাশিকালে আল-আমিন (৩৩), পিতা- মোঃ কাজল মিয়া, সাং- মনোহরদি, থানা- মনোহরদি, জেলা- নরসিংদীকে আটক করা হয়।
এ সময় তার হেফাজত হতে ভারতীয় সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে আনা ৭২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১,৫৯,০০০/- টাকা সমপরিমাণ।
এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করেন উপ- পরিদর্শক (এসআই) বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স।
এ সময় একটি পর্যটকবাহী বাস (রেজিঃ ঢাকা মেট্রো-ব-১৫-৯১৯৩) তল্লাশিকালে এক আসামি কৌশলে পালিয়ে যায়।তবে অপর আসামি মোঃ সিয়াম (১৯), পিতা- আবুল মনসুর, সাং- মুলাইদ, থানা- শ্রীপুর, জেলা- গাজীপুরকে আটক করা হয়। তার হেফাজত হতে ভারতীয় পণ্য উদ্ধার করা হয়, যার মধ্যে KitKat 4 finger চকলেট ৩৫০ পিস , KitKat 3 finger চকলেট ৪৫০ পিস, BENZO চকলেট ৯০ প্যাকেট ও Kaveri মেহেদী ৯৫ বক্স ছিলো। উদ্ধারকৃত পন্যে মোট অনুমানিক মূল্য ১,২৭,৭৫০/- টাকা সমপরিমাণ।
পুলিশ জানায় আসামিদ্বয় পরস্পর যোগসাজশে ভারতীয় সীমান্ত থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে পণ্যগুলো বাংলাদেশে নিয়ে আসে বলে প্রাথমিকভাবে জানা যায়।
এ বিষয় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, পৃথক দুই অভিযানে গ্রেফতারকৃত দুই ও পলাতক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
জৈন্তাপুর থানা পুলিশ অবৈধ চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।





