জৈন্তাপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃতদেহ উদ্ধার
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অজ্ঞাতনামা এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির (৪০) মৃতদেহ উদ্ধার করেছে জৈন্তাপুর থানা পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ) রাত অনুমান ১২টা ১০ মিনিট হতে সকাল ৮টার মধ্যে উপজেলার নয়াখেল এলাকায় সারীঘাট আগফৌদ অটোবাইক শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে বারান্দায় তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে জৈন্তাপুর থানার উপ- পরিদর্শক (এসআই) ওবায়দুল হাসান সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং মৃতদেহ থানায় নিয়ে আসা হয়। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ওই ব্যক্তি প্রায় এক মাস ধরে জৈন্তাপুর থানাধীন বিভিন্ন বাজারে ঘোরাফেরা করছিলেন এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন।
মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় জৈন্তাপুর থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।




