টাস্কফোর্স অভিযানে জৈন্তাপুরে ২০ হাজার ঘনফুট বালু জব্দ, ৫০টি নৌকা ধ্বংস
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে উত্তোলনকৃত প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে টাস্কফোর্স। একই অভিযানে ব্যবহৃত ৫০টি নৌকা ধ্বংস করে ডুবিয়ে দেয়া হয়।
রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে জৈন্তাপুর উপজেলার ৪ নং বাংলা বাজার এলাকায় রাংপানি কলেজের পেছনে অবস্থিত বালু মহালে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব সহ সিলেট ব্যাটালিয়ম ৪৮ বিজিবির দায়িত্বাধীন শ্রীপুর বিওপির বিজিবি টিম এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘন এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ২০ হাজার ২৯ ঘনফুট বালু জব্দের পাশাপাশি বালু উত্তোলন কাজে ব্যবহারীত ৫০ টি বারকি নৌকা ইলেকট্রিক করাত দ্বারা কেটে পানিতে ডুবিয়ে দেয়া হয়। পরবর্তীতে সরকারি বিধি অনুযায়ী জব্দ করা বালু স্পষ্ট নিলাম দেয়া হয়।
এ বিষয় অভিযানে নেতৃত্ব দেয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্যের বিরুদ্ধে ও পরিবেশের সুরক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।




