সুনামগঞ্জে অসহায় মানুষের পাশে জেলা প্রশাসন
প্রীতম দাস, সুনামগঞ্জ ::
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৬, ৫:২৩ অপরাহ্ণ
সুনামগঞ্জে জেঁকে বসা তীব্র শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই হাড়কাঁপানো শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে পাশে দাঁড়িয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। রোববার (১১ জানুয়ারি) সকালে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাসিবুল হাসান ডিও।
কম্বল বিতরণকালে হাসিবুল হাসান বলেন, “তীব্র শীতে সুনামগঞ্জের খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ কষ্টে আছেন। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আমরা আজ শহরের বিভিন্ন পয়েন্টে কম্বল বিতরণ করছি। এটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলায় এবং হাওরবেষ্টিত দুর্গম এলাকার শীতার্তদের মাঝেও সরকারি এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।”
তিনি আরও জানান, সরকারের পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে এবং জেলা প্রশাসন নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যাতে কোনো অসহায় মানুষ শীতের প্রকোপে কষ্ট না পান। এ সময় তিনি সমাজের বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এদিকে সাতসকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল পেয়ে খুশি স্থানীয় ছিন্নমূল মানুষ। শহিদ মিনার এলাকায় আশ্রয় নেওয়া এক বৃদ্ধা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “কয়দিন ধইরা খুব শীত নামছে, রাতে ঘুমানো যায় না। এই কম্বলটা পাওয়ায় আজ রাইতে একটু শান্তিতে ঘুমানো যাবে।”
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সুনামগঞ্জে তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগ স্থানীয় সচেতন মহলে বেশ প্রশংসিত হয়েছে।





