৭৫ হাজার শিক্ষার্থীকে নিয়ে শাবিপ্রবি ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৬, ৮:২৩ অপরাহ্ণশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। এবারে ১ হাজার ৫৬৬ আসনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন ৭৫ হাজার ১৩৪ শিক্ষার্থী।
রোববার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (https://admission.sust.edu.bd) বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশপত্র ও আসনবিন্যাস বিষয়ে বিস্তারিত জানানো হয়। যারা সফলভাবে আবেদন করেছেন, তারা তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ড্যাশবোর্ড থেকে প্রবেশপত্র এবং আসনবিন্যাস দেখতে পারবেন।
সূত্রে জানা গেছে, এইবার ভর্তি আসনগুলো ‘এ’ ইউনিটে ৯৮৫টি, ‘বি’ ইউনিটে ৫৮১টি। এছাড়া পাঁচ ধরনের কোটায় মোট ৭৭টি সংরক্ষিত আসন রাখা হয়েছে। এর মধ্যে এথনিক মেরিট ২৮টি, ডিজেবিলিটি মেরিট ১৪টি, টি-লেবার মেরিট ৫টি, স্পোর্টস মেরিট ১০টি ও সাস্ট কমিউনিটি মেরিট ২০টি।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে—‘এ’ ইউনিট: ১৩ জানুয়ারি বিকেল ৩টা থেকে ৪:৩০টা,‘বি’ ইউনিট: ১৪ জানুয়ারি বিকেল ৩টা থেকে ৪:৩০টা।
পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকাসহ সিলেটের পূর্ব নির্ধারিত কেন্দ্রগুলোতে।





