ধর্মপাশায় দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা
ধর্মপাশা - মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলারয় ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ধর্মপাশা উপজেলা ছাত্রদলের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা এবং এর অধীনস্থ বিভিন্ন কলেজের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও রাষ্ট্র গঠনের পরিকল্পনার অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিভিন্ন রাজনৈতিক এবং সাংগঠনিক পরিকল্পনা তুলে ধরেন প্রশিক্ষণ কর্মশালা টিমের টিম লিডার ও কর্মশালার প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলে সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন।
ধর্মপাশা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব সারোয়ার হোসেন ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক এম হাবিবুল্লাহর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ টিমের সদস্য কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মাজহারুল ইসলাম অনিক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সুকেশ দেবনাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ প্রমুখ।




