জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতনামা পুরুষ (৪৫) ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩৫ মিনিটে জাফলং-সিলেট মহাসড়কের জৈন্তাপুর থানাধীন পাখিটেকি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। মাথা ও পায়ে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। তার পোশাক পরিচ্ছেদে ভবঘুরে মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি বলে ধারণা করছে পুলিশ।
ঘটনার পরপরই তামাবিল হাইওয়ে থানার পুলিশ উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সঞ্জয় কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।




