জৈন্তাপুরে ভারতীয় অবৈধ সিগারেট জব্দ, দুইজন আটক
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড আর্মি চেকপোস্টে আবারও চোরাচালানবিরোধী সাফল্য দেখাল সেনাবাহিনী।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬ ইং) সকাল ৯:৩০ ঘটিকায় উপজেলার হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের সেনা ক্যাম্পের টিম তামাবিল মহাসড়কে চেকপোস্টে দায়িত্ব পালনকালে সিলেট-ছ ২৩০৮ নম্বরের একটি সন্দেহজনক লেগুনা গাড়ি চেক করেন। তল্লাশির একপর্যায়ে গাড়ি থেকে ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করা হয়।
এ সময় অভিযানে জব্দকৃত সিগারেটের মধ্যে ORIS ৫০০ প্যাকেট, যার আনুমানিক বাজারমূল্য – ৯০,০০০ টাকা সমপরিমাণ ও PATRON ৯৯০ প্যাকেট যার আনুমানিক বাজারমূল্য প্রায় মূল্য – ২,৯৭,০০০ টাকা সমপরিমাণ। আটককৃত পন্যের সর্বমোট মূল্য ৩,৮৭,০০০ টাকা সমপরিমাণ।
এ সময় অবৈধ বিদেশি সিগারেট পাচারকালে দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত ব্যক্তিরা হলেন, জুবায়ের হোসেন। তিনি উপজেলার ফতেহপুর হাউদপাড়া গ্রামের লুৎফুর রহমানের পুত্র। অপরজন হলেন আলিম উদ্দিন। তিনি একই ইউনিয়নের উপরশ্যামপুর গ্রামের তুতা মিয়ার পুত্র।
সেনাক্যাম্পে সূত্রে জানা যায়, আটক হওয়া আসামি ও জব্দকৃত পন্য পরবর্তীতে দুপুর ১:৪০ ঘটিকায় জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে । এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ -পরিদর্শক(এসআই) বিদ্যুৎ পুরকায়স্থ আটককৃত ব্যাক্তি ও জব্দকৃত পন্য সামগ্রি পুলিশ হেফাজতে নেন।
সেনা ক্যাম্প সূত্রে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনীর টহল ও তল্লাশি নিয়মিত অব্যাহত থাকবে।




