শ্রীমঙ্গলে মাছের মেলা : ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
হাওর-নদীর বিপুল মাছের সমাহারে আজ থেকে দিনব্যাপী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাছের মেলা। পৌষের শেষ ও মাঘের শুরুতে প্রতি বছর অনুষ্ঠিত এই মেলাটি শ্রীমঙ্গলের নতুন বাজারের মাছ বাজার এলাকাকে কেন্দ্র করে স্থানীয়দের জন্য এক আনন্দঘন উৎসবে পরিণত হয়।মেলা উপলক্ষে সকাল থেকেই মাছ বাজারে ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
মাছের মেলায় হাওর ও নদীর নানা প্রজাতির বড় ও ছোট মাছের পসরা সাজিয়ে বসেছেন মৎস্য ব্যবসায়ীরা। বাজারজুড়ে দেখা যাচ্ছে বোয়াল, চিতল, আইড়, রুপচাঁদা, বড় চিংড়ি, কালিয়ারা, রুই-কাতলা, মৃগেল, ইলিশসহ নানা জাতের তরতাজা মাছ। বিশাল আকৃতির মাছগুলোই যেন মেলার প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। এসব মাছ দেখতে স্থানীয়দের পাশাপাশি দূর-দূূরান্ত থেকে আগত দর্শনার্থীরাও ভিড় করছেন।
মেলা ঘিরে ক্রেতা-বিক্রেতাদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাছ কেনা-বেচার পাশাপাশি দর্শনার্থীরা বিশাল আকৃতির মাছ দেখে আনন্দ উপভোগ করছেন। অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে মুহূর্তগুলো স্মরণীয় করে রাখছেন। ফলে পুরো মাছ বাজার এলাকা উৎসবমুখর পরিবেশে রূপ নিয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, বৃহত্তর সিলেট অঞ্চলের কুশিয়ারা ও সুরমা নদী, হাকালুকি ও টাঙ্গুয়ার হাওর, শ্রীমঙ্গলের হাইল হাওর ছাড়াও শেরপুর, হবিগঞ্জ, ঢাকা ও ভৈরবসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাছ সংগ্রহ করে ব্যবসায়ীরা এই মেলায় অংশ নিয়েছেন। রাত গভীর পর্যন্ত মাছের বেচা-কেনা চলবে বলে জানান আয়োজকরা।
তারা আরও জানান, দিনব্যাপী এই মাছের মেলাকে ঘিরে বিপুল পরিমাণ মাছ কেনা-বেচার সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে স্থানীয় মৎস্য ব্যবসা যেমন চাঙা হচ্ছে, তেমনি শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী এই আয়োজন স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাছের মেলাটি শুধু বাণিজ্যিক আয়োজন নয়, এটি এখন শ্রীমঙ্গলের একটি সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। অনেকেই মেলায় ঘুরতে আসছেন। সব মিলিয়ে দিনব্যাপী শ্রীমঙ্গলের মাছের মেলা স্থানীয় মানুষের আনন্দ ও ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিচ্ছবি হয়ে উঠেছে।





