কানাইঘাটে নেশার টাকার জন্য নাতির হাতে দাদী নিহত
কানাইঘাট প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
সিলেটের কানাইঘাটে নেশার টাকা না পেয়ে দাদীকে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ওই বৃদ্ধা নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১২ জানুয়ারি) গভীর রাতে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কালিনগর ধর্মটিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম আমিরুন নেছা হারি। অভিযুক্ত যুবকের নাম আব্দুস ছামাদ (২০)। তিনি নিহতের নাতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস ছামাদ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মঙ্গলবার রাতে তিনি দাদীর কাছে নেশার জন্য টাকা চান। টাকা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে রাতের কোনো একসময় দাদীর বসতঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বুধবার (১৩ জানুয়ারি) সকালে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রবেশ করে আমিরুন নেছা হারির রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুস ছামাদকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দাদীকে হত্যার ঘটনায় নাতিকে গ্রেপ্তার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুস ছামাদ নিয়মিত মাদক সেবন করতেন। এর আগেও তাঁর আচরণে অতিষ্ঠ হয়ে পরিবার তাঁকে থানায় নিয়ে গেলে পুলিশ মাদক নিরাময় কেন্দ্রে পাঠানোর পরামর্শ দিয়েছিল।




