টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের অসচেতনতা, দুর্ভোগে তাহিরপুরের কৃষকেরা
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ২:০৬ অপরাহ্ণ
টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের ফেলে যাওয়া কাচের বোতল ও বর্জ্যের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষকেরা। হাওরের জমিতে চাষাবাদ করতে গিয়ে কিংবা গবাদিপশু চরাতে গিয়ে কাচের টুকরায় পা কেটে প্রতিদিনই আহত হচ্ছেন তাঁরা। এতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন হাওরপাড়ের বাসিন্দারা।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পর্যটন মৌসুমে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে আসা অনেক পর্যটক খাবার ও পানির কাচের বোতলসহ বিভিন্ন ধরনের বর্জ্য যত্রতত্র ফেলে রেখে যান। এসব কাচ ভেঙে হাওরের কাদামাটিতে মিশে থাকে। ফলে খালি পায়ে বা পাতলা স্যান্ডেল পরে জমিতে নামলেই দুর্ঘটনার শিকার হচ্ছেন কৃষকেরা।
তাহিরপুর উপজেলার বড়দল গ্রামের কৃষক সানজবউস্তার বলেন, ধানের জমিতে কাজ করতে গিয়ে হঠাৎ পায়ে কাচের টুকরা বিঁধে যায়। তখন রক্তে ভিজে যায় পা, কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।
তিনি আরও বলেন, শুধু মানুষই নয়, গরু-ছাগলও এসব কাচে আহত হচ্ছে। এতে চিকিৎসা খরচ বাড়ছে এবং কাজেরও ক্ষতি হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, টাঙ্গুয়ার হাওর একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। এখানে যত্রতত্র বর্জ্য ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। পর্যটকদের অসচেতনতার কারণে যদি স্থানীয় মানুষের ক্ষতি হয়, তা অত্যন্ত দুঃখজনক।
ইউএনও আরও বলেন, হাওরে ভ্রমণকারী পর্যটকদের সচেতন করতে মাইকিং, নোটিশ প্রদান এবং ট্যুর অপারেটরদের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা টাঙ্গুয়ার হাওরের পরিবেশ রক্ষায় প্রশাসনের পাশাপাশি পর্যটকদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।




