সুনামগঞ্জে নির্বাচনী আচরণবিধি মানতে প্রার্থীদের প্রতি জেলা প্রশাসকের কড়া নির্দেশ
প্রীতম দাস, সুনামগঞ্জ ::
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
সুনামগঞ্জে উৎসবমুখর ও নিরপেক্ষ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশাল অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার নির্বাচনী প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রার্থীদের আচরণবিধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে ইতিহাসের অন্যতম স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন। কোনো প্রকার অনিয়ম বা আচরণবিধি লঙ্ঘন সহ্য করা হবে না। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সজাগ রয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।”
সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, নির্বাচনী লড়াইয়ে থাকা প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক সভায় অংশগ্রহণ করেন।
সভায় উঠে আসা মূল বিষয়গুলো হল প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় আচরণবিধি পুরোপুরি মেনে চলা, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আসন্ন গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা ও কোনো ধরণের সহিংসতা বা উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
মতবিনিময় সভায় উপস্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সাংবাদিকবৃন্দ নির্বাচনের পরিবেশ নিয়ে তাদের বিভিন্ন মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন। রিটার্নিং অফিসার অত্যন্ত ধৈর্যের সাথে সকলের প্রশ্ন শোনেন এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার প্রতিশ্রুতি দেন।
সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়াই প্রশাসনের মূল লক্ষ্য। এ লক্ষ্যে ভোটারদের উদ্বুদ্ধ করতে গণমাধ্যমকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।




