জকিগঞ্জে ইউপি চেয়ারম্যানকে পুলিশের কাছে হস্তান্তর, সমন্বয়ককে মারধর অভিযোগ
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ৫:৩০ অপরাহ্ণসিলেটের
মানিকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস শহীদকে পুলিশের কাছে হস্তান্তরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্র সমন্বয়ক ও ছাত্রদল নেতা জাফর আহমদকে ইউএনও কার্যালয়ে মারধর করারও অভিযোগ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে জরুরি সভা আহ্বান করা হয়। সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা জাফর আহমদ ও তার অনুসারীরা। তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস শহীদকে আওয়ামী লীগের নেতা আখ্যা দিয়ে প্রকাশ্যে হেনস্তা করেন। একপর্যায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে মানিকপুর ইউনিয়নের সাধারণ মানুষ মিছিলসহ উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় জাফর আহমদ উপজেলা প্রকল্প কর্মকর্তা কার্যালয়ে প্রবেশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইউএনও ও পুলিশ কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়।
এক ভিডিওতে দেখা গেছে, জাফর আহমদ ২০২৪ সালের ৪ আগস্টের ঘটনায় দায়ের করা মামলার বিষয় উল্লেখ করে শহীদকে আওয়ামী লীগের নেতা দাবি করেন। তবে উপজেলা যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান বলেন, “আব্দুস শহীদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এবং তার বিরুদ্ধে কোনো মামলা নেই। ব্যক্তিগত আক্রোশ থেকে তাকে রাজনৈতিক পরিচয় দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা অমঙ্গলজনক।”
রাত সাড়ে ১০টার দিকে পুলিশের একটি দল জাফর আহমদকে প্রকল্প কর্মকর্তার কার্যালয় থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানিয়েছেন, আব্দুস শহীদের বিরুদ্ধে কোনো মামলা নেই। তাকে ৫১ ধারায় আদালতে হস্তান্তর করা হয় এবং পরে জামিন দেওয়া হয়েছে।
জাফর আহমদ অভিযোগ করেছেন, “শহীদ আমার দায়ের করা মামলার আসামী এবং পুলিশের ডেভিল তালিকায়ও তার নাম ছিল। ইউএনও ও পুলিশের সামনে আমাকে মারধর করা হয়েছে। আমি বর্তমানে সিলেটে চিকিৎসাধীন।”
এই ঘটনার পর উপজেলাজুড়ে সমালোচনার ঝড় ওঠেছে।




