মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স জব্দ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৬, ৩:২১ অপরাহ্ণ
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্ত্বরে অভিযান চালিয়ে প্রায় ৬২ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ হবিগঞ্জ ৫৫ বিজিবি।
বিজিবি সূত্রে জানা য়ায় -হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)’র একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত ভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে।
পরবর্তীত সন্ধ্যা দিকে ১টি ট্রাক আসতে দেখে গাড়িটি সংকেত দিয়ে থামানো হয়। উক্ত ট্রাকটি তল্লাশী করে ধানের তুষ ভর্তি বস্তার নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পরিবহনকালে ভারতীয় বিপুল পরিমান কসমেটিকস দেখতে পাওয়া যায়।
তাৎক্ষনিকভাবে ভারতীয় অবৈধ কসমেটিকস গুলো জব্দ করা হয়। অপর দিকে চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির বিশেষ টহলদল রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে খাসপাড়া রাবার নামক স্থান হতে তল্লাশী পরিচালনা করে ঝোপঝাড়ের মধ্যে লুকানো অবস্থায় ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত ভারতীয় কসমেটিকস ও গাঁজার মোট সিজার মূল্য প্রায় ৬২ লক্ষ টাকা। জব্দকৃত ভারতীয় মাদক ও চোরাইপণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন।





