গণভোটের প্রচারণায় সিলেটে আসলেন দুই উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
গণভোটে ‘হ্যাঁ’ বলার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের কোনো দ্বিধা থাকা উচিত নয়। এজন্য সব ধরনের প্রচেষ্টা চালাতে হবে। তবে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে থাকতে হবে নিরপেক্ষ। গণভোট বিষয়ে সিলেট বিভাগের সকল জেলার কোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এমন নির্দেশনা দিয়েছেন, মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় তারা এ কথা বলেন।
তারা বলেন, জুলাইকে সবার ধারণ করতে হবে। তাই গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তারা আরও বলেন, গণভোটের ব্যাপারে প্রশাসনের কর্মকর্তাদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে কোনো জড়তা থাকতে পারে না। তবে জাতীয় নির্বাচন নিয়ে সতর্ক থাকতে হবে। কারণ প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ না থাকায় তারা যেকোনো ছোটোখাটো বিচ্যুতিকে ভাইরাল করে বড় আকারে প্রকাশ করতে পারে।
নির্বাচনকালীন সময়ে রাজনীতিবিদদের সঙ্গে কেমন ব্যবহার করা হবে তারও একটি নীতিমালা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের নেতৃত্বে নির্দিষ্ট করা হবে বলে জানান উপদেষ্টাদ্বয়।




