আরিফুল হককে জয়যুক্ত করার আহবান জানালেন স্ত্রী সামা চৌধুরী’র
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেট -৪ আসনে বিএনপি দলীয় মনোনিত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে স্হানীয় নারী ভোটারদের অংশগ্রহণে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ই জানুয়ারি) বিকেল ৫:০০ ঘটিকায় উপজেলার নিজপাট ইউনিয়নের পূর্ব লক্ষিপ্রসাদ গ্রামে স্হানীয় নারী ভোটারদের অংশগ্রহনে ডাঃ বশির আহমেদের বাসভবন সংলগ্ন উঠানে এই নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় উঠান বৈঠকে আলোচনা সভায় সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট- ৪ আসন থেকে বিএনপি দলীয় (ধানের শীষ) মনোনীত প্রার্থী ও সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের পরিচালক সামা হক চৌধুরী।
এ সময় উঠান বৈঠকে প্রধান অতিথি সহ উপস্থিত নেতৃবৃন্দ স্হানীয় নারী ভোটারদের বক্তব্য শুনেন। এ সময় স্হানীয় নারী ভোটারটা তাদের বিভিন্ন সমস্যাদি ও নারীদের কর্মসংস্থান নিশ্চিতের বিষয়ে দাবী সমুহ তুলে ধরেন।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সামা হক চৌধুরী বলেন, আপনারা সিসিক সাবেক মেয়র ও বর্তমান সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীকে চিনেন। সিসিক মেয়র থাকা অবস্থায় সিলেট সিটি করপোরেশনকে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ সিটি করপোরেশনে উন্নিত করেছিলেন তিনি।
তিনি বলেন, বিএনপি সরকার উন্নয়নে বিশ্বাসি। এরই ধারাবাহিকতায় জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ উপজেলার মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও অবকাঠামোগত উন্নয়নের কথা বিবেচনা করে বিএনপি থেকে তাকে মনোনয়ন দেয়া হয়েছে।
তিনি বলেন এই জৈন্তাপুর অবকাঠামো উন্নয়নে অনেক পিছিয়ে পড়া একটি জনপদ। এখানে মানুষ নাগরিক সুবিধা নিশ্চিত ও রাস্তাঘাট ব্রীজ কালভার্ট সহ যোগাযোগ উন্নয়নে ও শিক্ষিত যুবক যুবতিদের কর্মসংস্থান নিশ্চিত করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহবান জানান তিনি।
এ সময় উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ডাঃ আসমা চৌধুরী, সায়িমা সুলতানা চৌধুরী, পলিনা রহমান, উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষে আব্দুস শুক্কুর মেম্বার, হুমায়ুন কবির খান মেম্বার, আমিনুল ইসলাম সোহেল,যুবদল নেতা সেলিম আহমেদ, আবুল হাসনাত, আব্দুল জব্বার, মামুন রশিদ মামুন প্রমুখ।
এছাড়াও উঠান বৈঠকে সিলেট মহানগর কৃষকদলের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আফজল হোসেন উঠান বৈঠকে অংশ নেন। পাশাপাশি উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ সহ স্থানীয় নারী ও নবীন নারী ভোটাররা উপস্থিত ছিলেন।




