জৈন্তাপুরে আড়াই লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, একজন গ্রেপ্তার
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুরে চেকপোস্টে টুরিস্ট বাহী একটি বাস তল্লাশি করে আড়াই লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে মডেল থানা পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) ভোর ৪টা ৪০ মিনিটে জৈন্তাপুর মডেল থানাধীন ১ নম্বর নিজপাট ইউনিয়নের মাস্তিংহাটি এলাকায় জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট–তামাবিল মহাসড়কে চেকপোস্ট ডিউটির সময় এসআই রাজন দেবের নেতৃত্বে পুলিশের একটি দল পর্যটকবাহী রয়েল পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১২-৪৮৬৭) তল্লাশি চালায়।
পুলিশ জানায়, তল্লাশিকালে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন ধরনের পণ্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১২ বস্তা খোলা জিরা (২৪০ কেজি), ৮০ প্যাকেট মেন্টস চকলেট, ৯০০ পিস কিটক্যাট চকলেট, ৬২০ পিস স্নিকার্স চকলেট এবং ২০ প্যাকেট আমৃত ব্র্যান্ডের জিরা। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬২ হাজার ৩০০ টাকা সমপরিমাণ।
এ সময় শের আলী চৌধুরী (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম এলাকার বাসিন্দা এবং মৃত মিরাজ চৌধুরীর ছেলে। পুলিশ জানায়, জব্দকৃত পণ্যগুলো তিনি বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে শনিবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ আরও জানায়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে।




