নবীগঞ্জে পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গরীব ও অসহায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার কুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুক্তরাজ্য প্রবাসী ছায়েদ আহমেদের সহযোগিতায় আদর্শ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আব্দুল ওয়াহিদ ইয়াওরের সভাপতিত্বে এবং বিকাশ দেব রিংকুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কালিয়ারভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, স্নানঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি জুয়েল মিয়া, ইউপি সদস্য হাফিজুর রহমান, এনামুল হক, মাছুম আহমেদ, সাইফ আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ছায়েদ আহমেদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শামীম আহমেদ।





