জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত তিনজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মো. আল-আমিন, এএসআই এখলাছুর রহমান ও এএসআই মাহবুবুর রহমান চৌধুরী সহ একদল পুলিশ ছাতক থানার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি পৌর সদরের কেশবপুর গ্রামের মৃত হারিছ উল্লাহ এর ছেলে বাদশা মিয়া (৪২)কে গ্রেফতার করে। এদিকে পারিবারিক জারি করা মামলায় গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের চান্দ আলী ছেলে মো. আবুল হোসেনকে গ্রেফতার করে। এছাড়াও সিআর মামলার সৈয়দপুর ইউনিয়নের সৈয়দপুর হাড়িকোনা গ্রামের মৃত সৈয়দ ইংরাজ আলীর ছেলে সৈয়দ রুম্মানকে গ্রেফতার করে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, আমাদের থানা পুলিশের থানা বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত তিন জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




