জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
সিলেটের জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় জুবায়ের আহমদ (৯) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলী বাজারের পূর্ব পাশে সিলেট–জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুবায়ের বারহাল ইউনিয়নের বোরহানপুর গ্রামের তকু মিয়া (কবির)-এর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল জুবায়েরকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়। পুলিশ পরে ফোনটি উদ্ধার করে হেফাজতে নেয়।
জকিগঞ্জ থানার পুলিশ জানায়, উদ্ধার করা মোবাইল ফোনের সূত্র ধরে মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিক্ষার্থীর পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোক আর আহাজারি।




