নবীগঞ্জে চলন্ত ডিআই গাড়ি চাপায় প্রাণ গেলো সিএনজি চালক মিন্টুর
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাজকাশারা ব্রিজ সংলগ্নস্থানে রবিবার ভোরে বেপরোয়া গতিতে চলন্ত একটি অজ্ঞাতনামা ডিআই গাড়ির চাপায় প্রাণগেলো সিএনজি চালক মিন্টু মিয়ার। নিহত মিন্টু উপজেলার গুজাখাইর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
জানাযায়, সিএনজি চালক মিন্টু মিয়া (৪৫) রবিবার ভোর রাত সাড়ে ৫টার দিকে আউশকান্দি গ্যাস পাম্প থেকে গাড়িতে গ্যাস নিয়ে নবীগঞ্জ ফেরার পথে ওই সড়কের বাজকাশারা সংলগ্ন ব্রীজের নিকট আসলে বিপরীত দিক থেকে যাওয়া একটি অজ্ঞাতনামা ডিআই গাড়ি সিএনজিকে চাপা দেয়।
এতে সিএনজি ধুমড়েমুছড়ে রাস্তার নিচে পড়ে গিয়ে চালক মিন্টু গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মিন্টুর মৃত্যুও খবরে সিএনজি শ্রমিকসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। রির্পোট লেখা পর্যন্ত ঘাতক ডিআই গাড়িটি শনাক্ত করা যায়নি।




