ওসমানী হাসপাতালে ইন্টার্ন ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদারের শর্ত সাপেক্ষে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।
ইন্টার্ন চিকিৎসক মোহাম্মদ সাদিক জানান, আগামীকাল (সোমবার) সকাল ৮টা থেকে কাজে যোগ দেবেন তারা।
এর আগে, গত শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ইন্টার্ন চিকিৎসকদের ও রোগীর স্বজনরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত চারজন আহত হয়। এ ঘটনার প্রতিবাদে শনিবার থেকে কর্মবিরতির ডাক দেন ইন্টার্ন চিকিৎসকরা।
এদিকে, কর্মবিরতি চলাকালে হাসপাতালের সেবা কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন রোগীরা।
অন্যদিকে, হামলা ও ভাঙচুরের ঘটনায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে সহকারী পরিচালক কোতোয়ালী মডেল থানায় একটি জিডি করেছেন।




