বাহুবলে নির্বাচনী নিরাপত্তায় সেনাবাহিনীর টহল জোরদার
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ টহল ও অভিযান শুরু হয়েছে। গত রোববার (১১ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই কার্যক্রম নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রমতে, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীসহ যৌথ বাহিনী মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং ভোটারদের সার্বিক নিরাপত্তা দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য। এ লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পুরো উপজেলায় নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে।
উপজেলার মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজে স্থাপিত অস্থায়ী আর্মি ক্যাম্প থেকে পুরো বাহুবল উপজেলার নিরাপত্তা কার্যক্রম তদারকি করা হচ্ছে। বিশেষ করে ভোটকেন্দ্র সংলগ্ন এলাকা, গুরুত্বপূর্ণ সড়ক, হাট-বাজার ও জনবহুল এলাকাগুলোতে নিয়মিত টহল পরিচালনা করছেন সেনাসদস্যরা।
সেনাবাহিনীর এই নিশ্ছিদ্র নিরাপত্তার ফলে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনীর টহল কার্যক্রমের কারণে তারা নিজেদের নিরাপদ বোধ করছেন। তারা আশা করছেন, কোনো ভয়ভীতি ছাড়াই এবার শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ বাহিনীও সেনাবাহিনীর এই নিরাপত্তা কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করছে। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা নাশকতার সুযোগ দেওয়া হবে না। নাশকাকারীদের রুখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করা হচ্ছে। বাহুবলসহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত তৎপরতায় ভোটাররা একটি নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।




