জৈন্তাপুরে ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পেইন
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
জৈন্তাপুরে শিক্ষার্থীদের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জৈন্তা স্টুডেন্টস ইউনিফায়েড সোসাইটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬ ইং) সকাল ১১টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত জৈন্তাপুর সরকারি স্কুল প্রাঙ্গণে এই ক্যাম্পেইনটি আয়োজন করা হয়।
“আমার রক্তে যদি সহযোগিতা করে মুমূর্ষ রোগীর প্রাণ, তাহলে আমি কেন করবো না স্বেচ্ছায় রক্তদান?”— এই মানবিক স্লোগানকে সামনে রেখে আয়োজিত ক্যাম্পেইনে স্কুলের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তা স্টুডেন্টস ইউনাইটেড সোসাইটির সভাপতি তারেকুর রহমান, সিনিয়র সভাপতি জামিল বিন মুজাফফর, সাধারণ সম্পাদক আল হেলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল শাফি, অর্থ সম্পাদক রায়হান পারভেজ। এছাড়াও সংগঠনের সদস্য মোবারক, আরিফ, কামরুল, আসাদসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে জৈন্তা সেন্ট্রাল হাসপাতাল, যারা এই আয়োজনের স্পনসর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।




