গণভোটের মাধ্যমে ফ্যাসিবাদের পথ বন্ধ করে দেওয়া হচ্ছে : ধর্ম উপদেষ্টা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদ যাতে আর ফিরে না আসে সেজন্য গণভোটের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে ফ্যাসিবাদের পথ একেবারে বন্ধ করে দেওয়া হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে সময়ের প্রয়োজনে বিভিন্ন সময় গণভোট হয়েছে। আর সেই গণভোট দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন হয়েছে।
তিনি সোমবার (১৯ জানুয়ারি) সকালে হবিগঞ্জ জেলা প্রশাসকের নিমতলা প্রাঙ্গণে গণভোটের প্রচার ও ভোটার উদ্ধুদ্ধকরণের উদ্দেশ্যে জেলা ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে ধর্ম উপদেষ্টা আরও বলেন, বিগত নির্বাচনের সময় সরকারের একটা ইচ্ছা ছিল অমুক প্রার্থীকে বা দলকে পাশ করিয়ে আনতে হবে। কিন্তু এবার এ ধরনের কোনো চিন্তা আমাদের কারো নেই। কোনো দল বা ব্যক্তির প্রতি আমাদের দুর্বলতা নেই। জনগণ যাকে ভোট দিবে তিনিই সংসদে যাবেন। আমরা একটি অবাধ, সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচন জাতিকে উপহার দিয়ে চলে যেতে চাই।
ইমামদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা মসজিদে এবং পাড়া মহল্লায় গণভোটের প্রচার করবেন। মনে রাখবেন- গণভোটের মাধ্যমে সরকার ও বিরোধীদল একসঙ্গে কাজ করার পথসুগম হবে। দেশে গণতন্ত্র আরো শক্তিশালী হবে।
নির্বাচন কমিশন ঘেরাওসহ বিভিন্ন দাবি দাওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক দেশে মানুষের দাবি দাওয়া থাকবেই। এসব দাবি বা আন্দোলন নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না। আমরা কোন দল বা ব্যক্তির আনুগত্য নিয়ে কাজ করছিনা। তাই যথাসময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার (এসপি) মোছা. ইয়াসমিন খাতুন, জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ।




