সুনামগঞ্জ-৩ আসনে নমিনেশন প্রত্যাহার করবেন জামায়াত প্রার্থী
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ ৩ জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনে অবশেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রাথী নমিনেশন প্রত্যাহার করতেছেন। মঙ্গলবার সকালে এডভোকেট ইয়াসীন খান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেরিপাই করা আইডিটি লেখেন যা পাঠকদের জন্য হুব হুব তুলে ধরা হল।
সম্মানিত জগন্নাথপুর-শান্তিগঞ্জবাসী, আমার প্রিয় বন্ধু-স্বজন, আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَ طِيْـعُوا الرَّسُوْلَ وَاُ ولِى الْاَ مْرِ مِنْكُمْ ۚ
“হে ঈমানদারগণ! তোমরা আনুগত্য করো আল্লাহ এবং আল্লাহর রসূলের(স) এবং আনুগত্য করো তোমাদের দায়িত্বশীলদের”
(সূরা নিসা আয়াত ৫৯)।
আজ সকাল ৮টার দিকে প্রাপ্ত কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক এবং জোটের স্বার্থে সব কিছু ঠিকঠাক থাকলে আজ বিকাল ৩.৩০-৪.০০ টার মধ্যে নমিনেশন প্রত্যাহার করা হবে ইনশাআল্লাহ।
আমার সবার প্রতি বিনীত অনুরোধ; আমাদের যাবতীয় কাজ যেহেতু আল্লাহ তায়ালাকে খুশী করার জন্য এবং আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার জন্য তাই এই কষ্টটা আল্লাহর জন্য ধৈর্য, প্রজ্ঞা ও হিকমতের সহিত গ্রহণ করে নিবেন। আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। আমাদের আসনে বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস এই দুই দল উন্মুক্তভাবে নির্বাচন করবেন। সবাই ভালো থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আমিন।





