জৈন্তাপুরে অবৈধ বালু পরিবহনে ৩ জনের কারাদণ্ড, ধ্বংস ১৫টি নৌকা
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন দুটি পৃথক অভিযান চালিয়েছে। এসব অভিযানে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১৫টি নৌকা ধ্বংস করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার (১৯ জানুয়ারি) রাত ১১টা থেকে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ১টা পর্যন্ত উপজেলার সারিঘাট ডৌডিক এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু পরিবহনের সময় তিনটি ট্রাক আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ট্রাকগুলোর চালকদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা।
অভিযান শেষে আটক ট্রাক ও বালু ১ নম্বর নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলির জিম্মায় দেওয়া হয়।
এরপর মঙ্গলবার সকালে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের মাধ্যমে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ৪ নম্বর বাংলাবাজার এলাকার রাংপানি কলেজের পেছনে এ অভিযান চলে। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১৫টি নৌকা কেটে ধ্বংস করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব। এ সময় ৪৮ বিজিবির অধীন শ্রীপুর বিওপির সদস্যরা এবং জৈন্তাপুর মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও নদী রক্ষায় সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




