ছাতকে আকিজ সিমেন্টের নির্মাণ বিষয়ক কর্মশালা
ছাতক প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
ছাতকে আকিজ সিমেন্টের আয়োজনে নির্মাণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যার পর শহরের চিলিস থাই বাংলা রেস্টুরেন্টে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। আকিজ সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার বিসমিল্লাহ ট্রেডার্সের স্বত্বাধিকারী সারজান মিয়া চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আকিজ সিমেন্টের সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার ম্যানেজার পিন্টু গোস্বামী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার প্রকৌশলী আজিজুল হক, প্রকৌশলী আরিফ ও প্রকৌশলী হোসাইনুল হক। এসময় ছাতক, গোবিন্দগঞ্জ, জাউয়া, পাগলা ও শান্তিগঞ্জের ঠিকাদারগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে পিন্টু গোস্বামী বলেন, বাংলাদেশের প্রথম ফ্লাই এ্যাশ বিহীন ও আয়রণ স্ল্যাগ সিমেন্ট হলো আকিজ সিমেন্ট পিএলসি। এই সিমেন্টের ক্লিংকারের পরিমাণ ৮০ থেকে ৯৪ ভাগ। আয়রণ স্ল্যাগ সিমেন্ট হওয়ায় আকিজ সিমেন্ট বাজারের অন্যান্য সিমেন্টের তুলনায় খুবই শক্তিশালী এবং গুণগতমান সম্পন্ন। আয়রণ স্ল্যাগ নির্মাণ সামগ্রীর রডের ক্ষয় প্রতিরোধক, কংক্রিটের সুরক্ষা, নোনা ধরা প্রতিরোধক ও কংক্রিটের ফাটলের ঝুঁকি কমায়।




