সিলেটে ভোটের মাঠ কাঁপাবেন বিএনপির ৫ বিদ্রোহী
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ
নির্বাচন কঠিন হবে, ঐক্যবদ্ধে কঠোর বার্তাও দিয়েছিলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারপরও নির্বাচনমুখী লোভে আক্রান্ত হয়েছেন সিলেটজুড়ে বিএনপির বেশ কয়েকজন নেতা। তারা নিজ নিজ আসনে আলোচিতও বটে। ব্যক্তির চেয়ে দল বড় সেই দীক্ষায় তারা ব্যর্থ, তার প্রমান দেখালেন দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘটনায়।
দল থেকে বহিষ্কার আর কঠোর সিদ্ধান্তের পরেও তারা নিজেদের সিদ্ধান্তে অনড় ও বেপরোয়া।মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার না করেই নিজ নিজ অনুসারীদের নিয়ে ভোটের মাঠে নেমেছেন কোমর বেঁধে।
এবার সিলেট বিভাগের ১৯ টি আসনের মধ্যে ২৬ জন প্রার্থী প্রত্যাহারের নির্ধারিত দিন প্রত্যাহার করেছেন মনোনয়নপত্র। তবে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপির ৫ বিদ্রোহী শেষ দিনেও মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এতে ভোটের মাঠে নতুন এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেল এসব প্রার্থীরা।
শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে থাকছেন তারা হলেন, সিলেট-৫ আসনে জেলা বিএনপির সদ্য বহিস্কৃত সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন), হবিগঞ্জ-১ আসনে বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি শেখ সুজাত, মৌলভীবাজার-৪ আসনে বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু, সুনামগঞ্জ-৩ আসনে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন এবং সুনামগগঞ্জ-৪ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন।





