মঞ্চ প্রস্তুত,নেতার অপেক্ষায় সিলেট
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
২২ বছর পর সিলেটে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ ২০০৪ সালে তিনি সিলেট জেলা বিএনপির কর্মী সম্মেলনে এসেছিলেন। এবার আসছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান।
সরেজমিনে দেখা গেছে, তারেক রহমানের আগমনকে ঘিরে নগরীর মোড়ে মোড়ে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। আলিয়া মাদরাসা মাঠে মঞ্চ প্রস্তুত প্রায় সম্পন্ন, চারপাশ ব্যানার ফেস্টুনে আচ্ছাদিত। দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী ও সমর্থকরা জনসভার জন্য আগমণ করছেন; অনেকেই রাতভর মাঠে অবস্থান করবেন বলে জানা গেছে।
তারেক রহমান সিলেটে দলীয় চেয়ারম্যান ছাড়াও ব্যক্তিগত কারণে আগ্রহের কেন্দ্রবিন্দু—তিনি সিলেটের জামাই। তার স্ত্রী ডা. জোবাইদা রহমান সিলেটেরই সন্তান। জেলা ও মহানগর বিএনপি পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও প্রচারণা চালাচ্ছে।
সফরের সূচি: ২১ জানুয়ারি সন্ধ্যায় সিলেটে বিমানযোগে আগমন। রাতেই হযরত শাহজালাল ও হযরত শাহপরাণ মাজার জিয়ারত শেষে দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুরে শ্বশুরবাড়ি সফর।
তিনি ২২ জানুয়ারি সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অরাজনৈতিক তরুণদের সঙ্গে মতবিনিময় শেষে ১১টায় নগরীর আলিয়া মাদরাসা মাঠে জনসভা ও আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করবেন।
এদিকে সফরকে কেন্দ্র করে সিলেট মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিমানবন্দর থেকে প্রতিটি রুটে নিরাপত্তা বলয় স্থাপন করা হয়েছে। জনসভা ও আশেপাশের এলাকাগুলোতে ড্রোনসহ পর্যবেক্ষণ চালানো হবে, যাতে কোনো নিরাপত্তা ঘাটতি না থাকে।





