‘লিডাররে নিজর চউখে দেখতাম আইছি’
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
‘টাউনও আইছি, লিডাররে নিজর চউখে একবার দেখতাম করি’। এভাবেই সিলেটের আঞ্চলিক ভাষায় নিজের সরল অনুভূতি প্রকাশ করেন কানাইঘাট উপজেলার কৃষক কামাল উদ্দিন। তিনি বুধবার রাত থেকেই সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থান করছেন। উদ্দেশ্য—বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সামনাসামনি এক নজরে দেখা।
কামাল উদ্দিন পেশায় একজন কৃষক। বর্গাচাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন তিনি। তার বেশভূষা ও কথাবার্তায় ফুটে ওঠে সাধারণ মানুষের সরলতা। হাতে একটি ছোট ফেস্টুন। তিনি কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নন, রাজনীতির সঙ্গেও নেই ঘনিষ্ঠ সম্পর্ক। একমাত্র ইচ্ছা—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানকে দেখা। যিনি দীর্ঘ ২২ বছর পর সিলেটে এসেছেন। এক মাস আগে দেশে ফেরার পর এটিই ঢাকার বাইরে তার প্রথম সফর।
কামাল উদ্দিনের পাশেই দাঁড়িয়ে ছিলেন পাঁচজন তরুণ। তাদের কারও হাতে ব্যানার, ফেস্টুন কিংবা রাজনৈতিক পরিচয়চিহ্ন নেই। আলিয়া মাদ্রাসা মাঠেই তাদের সঙ্গে কথা হয়। যেখানে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারেক রহমান ভাষণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তরুণরা জানান, তারা কখনো তারেক রহমানকে দেখেননি। আবার তিনি কবে সিলেটে আসবেন, সেটিও অনিশ্চিত। তাই এই সুযোগ হাতছাড়া করতে চাননি। সে কারণে আগেভাগেই মঞ্চের সামনে জায়গা করে নিয়েছেন তারা।





