জৈন্তাপুরে চেকপোস্টে ভারতীয় চোরাই পণ্যসহ এক ব্যক্তি গ্রেফতার
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
জৈন্তাপুরে পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬ খ্রি) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানাধীন ১নং নিজপাট ইউনিয়নের মাস্তিংহাটি এলাকায়, জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট–তামাবিল মহাসড়কে চেকপোস্ট ডিউটির সময় এসআই জাকিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স একটি পর্যটকবাহী হাইয়েজ গাড়ি (ঢাকা মেট্রো-চ-১৬-৪৮৬৭) তল্লাশি করে।
তল্লাশিকালে গাড়িটি থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—৯৫ প্যাকেট ওরিও বিস্কুট (মূল্য ১৯,০০০ টাকা),কিটক্যাট চকলেট ৩০ বক্স (মূল্য ৩১,৫০০ টাকা),ফরচুন বাশমতি চাল (মূল্য ১০,৫০০ টাকা),সাফারি চকলেট ৫০০ পিস (মূল্য ৫,০০০ টাকা) এবং ডেইরি মিল্ক চকলেট ৬৫০ পিস (মূল্য ১৩,০০০ টাকা)। উদ্ধারকৃত চোরাই পণ্যের সর্বমোট মূল্য আনুমানিক ৭৯,০০০ টাকা।
এ ঘটনায় গাড়ির ভেতর থেকে চোরাই পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মতিন মোল্লা (৩৮), পিতা- ছোবাহান মোল্লা, সাং- লোহাকুর, থানা- কাশিমপুর, জেলা- গাজীপুরকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন,“জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকা হওয়ায় চোরাচালান প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। চেকপোস্টে তল্লাশির সময় ভারতীয় চোরাই পণ্যসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে এবং চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”




