মৌলভীবাজারে ‘প্ল্যানের বিবরণ তুলে ধরলেন তারেক রহমান
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে নিজের পরিকল্পনার একটি অংশ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩:৩০ মিনিটে মৌলভীবাজারের আইনপুর খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি এই পরিকল্পনার বিবরণ দেন।
তারেক রহমান বলেন, দেশের যুবসমাজের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা তার পরিকল্পনার মূল অংশ। তিনি জানিয়েছেন, শিক্ষিত, অল্প শিক্ষিত বা অর্ধ শিক্ষিত যুবকদের জন্য ট্রেনিং ও ভাষা শিক্ষা ব্যবস্থা থাকবে, যাতে তারা দেশ-বিদেশে দক্ষ হয়ে কাজ করতে পারে এবং আয় বৃদ্ধি পায়।
তিনি ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান। চা বাগানের শ্রমিক, দিনমজুর, কৃষক ও তাদের পরিবারের জন্য এই কার্ডের মাধ্যমে খাদ্য বা নগদ সহায়তা দেওয়া হবে। এছাড়া কৃষকদের জন্য কৃষি কার্ড এবং দেশের মসজিদ ও মাদ্রাসার ইমাম, খতিব ও মোয়াজ্জেমদের সম্মানী প্রদানের উদ্যোগ নেওয়া হবে।
তারেক বলেন, “যুব সমাজ, শ্রমিক, কৃষক এবং ধর্মীয় ব্যক্তিদের সবাইকে আমরা অর্থনৈতিকভাবে সক্ষম করতে চাই, যাতে তারা আত্মসম্মান ও নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করতে পারে।”
প্ল্যানগুলো হচ্ছে-* যুবকদের জন্য ট্রেনিং ও ভাষা শিক্ষা নিশ্চিত। * ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্য ও নগদ সহায়তা। * কৃষকদের জন্য কৃষি কার্ড। * ইমাম, খতিব ও মোয়াজ্জেমদের সম্মানী ও* পরিকল্পনার লক্ষ্য: সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন।





