জৈন্তাপুরে আর্মি চেকপোস্টে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনীর চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। এ সময় একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হলেও এর চালক পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হরিপুর গ্যাস ফিল্ডে অবস্থিত ২৭ বীর ইউনিটের আর্মি চেকপোস্টে ডিউটিরত সেনাসদস্যরা একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা (নম্বর: সিলেট-থ ১১-৭০৪২) থামানোর চেষ্টা করেন। সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে চালক সিএনজিটি ফেলে চেকপোস্টের আগেই পালিয়ে যান।
পরে সিএনজিটি তল্লাশি করে এর ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধার করা সিগারেটের মধ্যে রয়েছে ১ হাজার ৮০০ প্যাকেট ওরিস (ORIS) সিগারেট, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১৪ হাজার টাকা এবং ১৫০ প্যাকেট এক্সএসও (XSO) সিগারেট, যার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ৪ লাখ ৪৪ হাজার টাকা।
হরিপুর গ্যাস ফিল্ড সেনাক্যাম্প সূত্র জানায়, জব্দকৃত সিএনজি অটোরিকশা ও সিগারেট ৪৮ বিজিবির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।




