শিরোপার মঞ্চে আজ মুখোমুখি রাজশাহী-চট্টগ্রাম
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
২৮ দিন, ৩৩ ম্যাচ আর অসংখ্য আলোচনা-সমালোচনার পর আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের পর্দা নামছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ফাইনালে মুখোমুখি হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
লিগ পর্বের ৩০ ম্যাচ শেষে দুই দলই টেবিলের শীর্ষে শেষ করেছিল। প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়ে ফাইনালে আগে উঠে চট্টগ্রাম। এবার ফাইনালে সেই রাজশাহীকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে তারা। অন্যদিকে কোয়ালিফায়ারে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে রাজশাহী।
রাজশাহী থেকে রাজশাহী রয়্যালস একবার শিরোপা জিতেছে, আর রাজশাহী কিংস একবার রানার্সআপ হয়েছে। এবারের ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স অভিষেক আসরেই ফাইনালে উঠে। হেড কোচ হান্নান সরকার জানান, শুরু থেকেই শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই এগোচ্ছে তার দল।
তিনি বলেন, “প্রথম কোয়ালিফায়ারে হেরে চ্যাম্পিয়ন হয়েছে কি না জানি না, তবে শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়া।” হান্নান আরও বলেন, “আমাদের ফেবারিট বলে কেউ দেখেছে, তবে ক্রিকেটে ভাগ্যেরও কিছু ভূমিকা থাকে।”
অন্যদিকে চট্টগ্রামের ক্রীড়াবিদরা পুরো আসরজুড়ে চমক দেখিয়েছে। টুর্নামেন্ট শুরুর ঠিক আগের দিন চট্টগ্রাম রয়্যালসের মালিকপক্ষ সরে গেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দায়িত্ব নেন। এরপর দ্রুত দল পুনর্গঠন করা হয়। ফাইনালে নামার আগে চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদী বলেন, “শিরোপার স্বপ্ন দেখবই। ফাইনালে যাদের ওপর দায়িত্ব থাকবে, তারাই ভালো ক্রিকেট খেলবে। প্রত্যেক খেলোয়াড়ের ভেতর শিরোপা জেতার ক্ষুধা আছে।”
প্রতিপক্ষ রাজশাহীকে নিয়ে মেহেদী বলেন, “বিপিএলে আমার কাছে রাজশাহী অন্যতম সেরা দল। ওয়েল ব্যালান্সড এবং সব বিভাগে শক্তিশালী। আমাদের ম্যাচগুলোতে তারা ভালো খেলেছে।”
ফাইনালে রাজশাহী প্রথম কোয়ালিফায়ারে হেরে সিলেট টাইটান্সকে হারিয়ে উঠেছে। জিমি নিশাম ও কেন উইলিয়ামসন দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। এছাড়া শ্রীলঙ্কার বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্দো ও বাংলাদেশি পেসার রিপন মন্ডল ধারাবাহিকভাবে ফর্মে ছিলেন। দলটির ফিল্ডিংও নজর কাড়েছে।
চট্টগ্রামের ক্ষেত্রে, মাঠের বাইরে এলোমেলো পরিস্থিতি থাকা সত্ত্বেও অধিনায়ক শেখ মেহেদীর নেতৃত্বে দলটি স্থিতিশীল ছিল। হাবিবুল বাশার সুমন, নাফিস ইকবাল, শরিফুল ইসলাম, আসিফ, মোহাম্মদ নাঈম শেখ ও হাসান নাওয়াজের পারফরম্যান্সে জয়ী ম্যাচগুলোতে আলাদা আলাদা ক্রিকেটারের হাতে ম্যাচসেরার পুরস্কার গিয়েছে।
এদিকে, আজ সন্ধ্যায় ফাইনাল হবে, যেখানে চূড়ান্ত বিজয়ী শিরোপার মঞ্চে উঠবে।





