র্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুর থেকে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার
জৈন্তাপুর (সিলেট)প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান চালায়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) আনুমানিক রাত ৮টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন ফতেপুর ইউনিয়নের চাঁনঘাট এলাকার একটি সুপারি বাগানে একটি এয়ারগান পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল আনুমানিক রাত ৮টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে সুপারি বাগানের ভেতরে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় বাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ০১টি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয় র্যাব সদস্যরা। তবে উদ্ধারকৃত এয়ারগানটির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।
র্যাব সূত্রে জানা যায়, উদ্ধারকৃত এয়ারগানটি নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে র্যাব -৯ এর মিডিয়া কর্মকর্তা এ কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত এয়ারগান পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জিডি মূলে সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।




