ভোলাগঞ্জ স্থলবন্দরে দৃষ্টিনন্দন জামে মসজিদের আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ
সিলেটের সীমান্তবর্তী পর্যটনসমৃদ্ধ এলাকা ভোলাগঞ্জ স্থলবন্দরে নবনির্মিত জামে মসজিদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটির কার্যক্রম শুরু হয়।
এদিন স্থলবন্দরের চুনাপাথর আমদানিকারক, বন্দরে কর্মরত শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীসহ কয়েক শ মুসল্লি জুমার নামাজে অংশ নেন।
নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে স্থলবন্দর কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব মো. সরোয়ার আলম ও সহকারী পরিচালক (ট্রাফিক) মো. গিয়াস উদ্দিন মসজিদের সার্বিক পরিবেশ রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন। তাঁরা জানান, স্থলবন্দরের অন্যান্য আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নকাজ—যেমন ভবনের নামফলক স্থাপন ও আলোকসজ্জার কাজ—চলমান থাকবে।
নতুন মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল মুমিন জুমার আগে বয়ান ও খুতবা দেন। নামাজ শেষে মসজিদের সার্বিক কল্যাণ এবং ব্যবসায়ী ও বন্দরে কর্মরতদের মঙ্গল কামনায় দোয়া করা হয়।
মসজিদটির উদ্বোধনে সন্তোষ প্রকাশ করে ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই মসজিদ নির্মাণের ফলে ব্যবসায়ী ও বন্দরে কর্মরতরা সুন্দর পরিবেশে নামাজ আদায় করতে পারবেন। এতে আমরা খুবই আনন্দিত।’ তিনি আরও বলেন, দেশি-বিদেশি পর্যটকদের জন্যও এটি ধর্মীয় দায়িত্ব পালনে সহায়ক হবে।
চুনাপাথর ব্যবসায়ী মো. জসিমুল ইসলাম আঙ্গুর ও আক্তারুজ্জামান নোমান বলেন, মসজিদের সামনে গাড়ি পার্কিং ও মানসম্মত অজুর ব্যবস্থা থাকায় মুসল্লিদের জন্য সুবিধা বেড়েছে। তাঁরা পর্যটক নারী মুসল্লিদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করার দাবিও জানান।
উল্লেখ্য, গত দুই বছরে ভোলাগঞ্জ স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নকাজ সম্পন্ন হয়। গত বছরের শেষ দিকে উপদেষ্টা সাখাওয়াত হোসেন স্থলবন্দরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।




